25 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় যাচ্ছে ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক

গাজায় যাচ্ছে ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক


বিএনএ ডেস্ক : ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আওতায় মিসর থেকে মোবাইল হোমের প্রথম চালান গাজা উপত্যকায় পাঠানো হয়েছে।

চ্যানেল আল কাহেরা নিউজ জানিয়েছে, ১৫টি মোবাইল হোম এবং একটি বুলডোজার বহনকারী পাঁচটি ট্রাক রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিক অতিক্রম করে গাজায় প্রবেশের অনুমতি পাওয়ার আগে কারেম আবু সালেম টার্মিনালে (হিব্রুতে কেরেম শালোম) প্রবেশ করে।

ভিডিও ফুটেজে দেখা যায় যে রাফাহ সীমান্ত ক্রসিং থেকে টার্মিনালের দিকে মোবাইল হোম বহনকারী ট্রাকগুলো চলাচল করছে। তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ