25 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বিএনএ’তে সংবাদ প্রকাশের জের, ৫ টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ

বিএনএ’তে সংবাদ প্রকাশের জের, ৫ টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ


বিএনএ যশোর: দৈনিক যশোর বার্তা পত্রিকা ও bnanews.24 ডটকম অনলাইনে সংবাদ প্রকাশের ফলে অবৈধ ৫ টি মাটিবাহী ট্রাক্টর আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। আটকের পর ট্রাফিক আইন ৮৯-০২ এর ধারায় অবৈধ ৫ ট্রাক্টরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর  পর্যন্ত যশোর-সাতক্ষীরা মহাসড়কে অভিযান চালিয়ে ওই ৫ টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর আটক পরবর্তী জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে থানার এসআই মোঃ মফিজুর রহমান। তিনি আরো জানান, এ ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে ও জনদুর্ভোগ সৃষ্টি করে বিভিন্ন ইটভাটায় মাটি বহনের জন্য মাটিবাহী ট্রাক্টরগুলো যশোর-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে অবাধে চলাচল করে আসছিল।

এ বিষয়ে দৈনিক যশোর বার্তা পত্রিকা ও bnanews.24 ডটকম অনলাইনে ১৭ ফেব্রুয়ারি (শার্শায় মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিবাহী ট্রাক্টর: প্রশাসন নীরব)  সচিত্র সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরপই নড়েচড়ে বসে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। এরপর সোমবার (১৯ ফেব্রুয়ারি) ৫ টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ করা হয়।

বিএনএ/ মোঃ সোহাগ হোসেন, ওজি

Loading


শিরোনাম বিএনএ