18 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » এবার এনআইডিতে পুরুষের বদলে নারীর ছবি

এবার এনআইডিতে পুরুষের বদলে নারীর ছবি


বিএনএ, ভোলা: ইকবাল (১৮) নামে এক তরুণের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তার ছবির জায়গায় এক নারীর ছবি দেওয়া হয়েছে। অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করার পর বিষয়টি তার নজরে আসে। এ ঘটনায় উপজেলার তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা করেছে। এমনকি জাতীয় পরিচয়পত্রের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুলে হতবাক ইকবাল ও তার পরিবার।

ইকবাল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হরিগঞ্জ গ্রামের ভবানী বাড়ির কৃষক মফিজ মিয়ার ছেলে।

ইকবাল জানান, বয়স অনুযায়ী ২০২২ সালে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পেতে নিবন্ধন করেন তিনি। গত শুক্রবার জরুরি প্রয়োজনে পৌরসভার একটি কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের একটি কপি ডাউনলোড করলে দেখতে পান এনআইডি কার্ডে তাঁর ছবির বদলে এক অপরিচিত নারীর ছবি।

ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে বলে জানান লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজী। তিনি বলেন, ভুল মানুষের হতে পারে। ওই ব্যক্তি যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেওয়া হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ