বিএনএ, খাগড়াছড়ি:স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি সেনা জোন এলাকার সুবিধা বঞ্চিত মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করেছে। সোমবার(২০ ফেব্রুয়ারি)বড়পিলাক বাজার মাঠে এর আয়োজন করা হয়।
এর মধ্যে ২ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা, ৫ টি বসত বাড়ী মেরামতে ঢেউটিন, ১৮ জন গরীব ছাত্রছাত্রীদের বই কেনা এবং ভর্তিতে আর্থিক সহায়তা, ৩ জনকে সেলাই মেশিন, ৯ জনকে পড়ালেখার সুবিধার্থে সোলার প্যানেল দেয়া হয়।
এ ছাড়া স্কুলে আসবাবপত্র ক্রয়ে নগদ অর্থ, ৪ জনকে কৃষি সামগ্রী, ৮ জনকে চিকিৎসার জন্য নগদ অর্থ এবং পঙ্গু প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্পেইনে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি ও জোনের অন্যান্য অফিসাররা।
জোন কমান্ডার তার বক্তব্যে সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এছাড়াও এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বিএনএ/ আনোয়ার হোসেন, বিএম