বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আলীগঞ্জের পাগলা এলাকায় একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন।রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন, জজ মিয়া (৫০), সাথী আক্তার (২০), আসমা বেগম (৪৫), হাসিনা মমতাজ (৩৮), হাফসা আক্তার (৬), মোহাম্মদ আলম (৪৫) ও তাহমিনা খাতুন (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা থেকে আমাদের এখানে দগ্ধ হয়ে সাতজন এসেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।এদের মধ্যে আলমের শরীরের ১০০ শতাংশ, জজ মিয়ার ৮০ শতাংশ, সাথীর ৬ শতাংশ, হাফসার ১৬ শতাংশ, হাসিনা মমতাজের ৬৬ শতাংশ, তাহমিনার ৫ শতাংশ ও আসমার ৪১ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধদের মধ্যে আসমার স্বজন আলমগীর হোসেন জানান, হঠাৎ করে দুপুরে বাসায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ ৭ জন দগ্ধ হন। বিস্ফোরণের সময় তারা সবাই বাসার ভেতরে ছিল।
তিনি আরও বলেন, দীর্ঘদিনে পুরাতন গ্যাস লাইনের পাইপটি লিকেজ থাকার কারণে আজ এই দুর্ঘটনাটি ঘটে। বাড়ীর মালিককে অনেক বার সর্তক করার পরও তিনি কোন প্রকার পদক্ষেপ নেয়নি।
বিএনএ/ আজিজুল, ওজি