বিএনএ, স্পোর্টস ডেস্ক : চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসরের মাঝপথে দলের অধিনাক পদে পরিবর্তন আনলো দুর্বার রাজশাহী। বাকি ম্যাচগুলোর জন্য দলের অধিনায়কের দায়িথ্ব দেয়া হয়েছে তাসকিন আহমেদকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, ‘চলমান বিপিএলের বাকি ম্যাচগুলোতে রাজশাহীর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।’
এনামুলের নেতৃত্বে বিপিএলে ৮ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে রাজশাহী। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে রাজশাহী।
টুর্নামেন্টে ব্যাট হাতে দারুন ছন্দে আছেন এনামুল। ৮ ম্যাচে ১ শতক ও ২টি অর্ধশতকে ৫৪ গড়ে ৩২৪ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন এনামুল। ৯ ম্যাচে ৩৩০ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ হাসান।
গতরাতে টুর্নামেন্টের ২৬তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেন এনামুল। ৯টি চার ও ৫টি ছক্কায় ৫৭ বলে অনবদ্য ১শ রান করেও খুলনার কাছে রাজশাহীর ৭ রানের হার রুখতে পারেননি এনামুল।
খুলনার ছুঁড়ে দেওয়া ২১০ রানের টার্গেটে শেষ ৩ ওভারে ৩৬ রান দরকার ছিলো রাজশাহীর। কিন্তু স্লগ ওভারে নিজেকে মেলে ধরতে পারেননি বিজয়। এসময় ১২ বলে ১৮ রান নেন তিনি। তাই শেষ ৩ ওভারের সমীকরণ মেলাতে পারেনি রাজশাহী।
বিএনএনিউজ/এইচ.এম।