20 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » বিজিবির হাতে আফ্রিকান নারী আটক

বিজিবির হাতে আফ্রিকান নারী আটক

বিজিবির হাতে আফ্রিকান নারী আটক

বিএনএ, ফেনী: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে আফ্রিকান এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (২০ জানুয়ারি) সকালে ভারত বাংলাদেশ সীমান্তে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকা থেকে তাকে বিজিবি আটক করে।

আটক আফ্রিকান নারী নাগরিক ইলমা (২৬) আফ্রিকার সুদান কাটাতবারি হাউজ নং ১০৪,কান্টি এলাকার আবদাল রাহিমের মেয়ে।

ফেনীস্থ (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, আজ সকালে পরশুরাম উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামকস্থান থেকে তাকে আটক করা হয়।

আটক ইলমার কাছ থেকে তার ব্যবহৃত একটি মোবাইল, ১০০ ইউএস ডলার, ভারতীয় ২০ রুপি ১টি, ১০ রুপি ১টি এবং ব্যবহৃত কাপড়চোপড়সহ ২টি ব্যাগ উদ্ধার করা হয়। বিজিবি উদ্ধার মালামালসহ তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকের বিষয় নিশ্চিত করেন ফেনীস্থ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ইতিমধ্যে পরশুরামের ওই এলাকা থেকে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ