20 C
আবহাওয়া
৯:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের তিন পদ পূরণে মন্ত্রণালয়ের মত চাইবেন মেয়র

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের তিন পদ পূরণে মন্ত্রণালয়ের মত চাইবেন মেয়র

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের তিন পদ পূরণে মন্ত্রণালয়ের মত চাইবেন মেয়র

বিএনএ, চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসনেকে চেয়ারম্যান করে ৯ সদস্যের ট্রাস্টিবোর্ড গঠন করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই বোর্ডে সদ্য সাবেক মেয়র এবং দুইজন প্যানেল মেয়রকেও রাখা হয়েছে। অথচ সদ্য সাবেক মেয়র আত্মগোপনে এবং সরকার পতনের পর দুই প্যানেল মেয়রের পদও নেই। তাই তাদের জায়গায় কাদের নিয়ে ট্রাস্টবোর্ড গঠন করবে সেটি নিয়ে মন্ত্রণালয়ের দ্বারে যাবেন বলে জানিয়েছেন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান এবং চসিক মেয়র শাহাদাত হোসেন।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টির প্রথম সভা শেষে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সভায় আরো ‍উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সচিব মো. আশরাফুল আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। অনলাইনে অংশ নেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ শহীদুল আলম এবং চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা।

তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে গঠন করে দেওয়া ট্রাস্টিবোর্ড আমরা ৯ জনের মধ্যে পাঁচজন আছি। আর বাকি চারজনের মধ্যে একজন সাবেক মেয়র, দুজন প্যানেল মেয়র এবং আরেকজন ভিসি (উপচার্য)। তাদের মধ্যে সাবেক মেয়রের বিষয়টি তো আসলেই সম্ভব না, আর দুজন প্যানেল মেয়র এরা তো নেই। এ দু’টি ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো। কিভাবে ট্রাস্টিবোর্ডে নতুনভাবে নেওয়া যায় (কাদের সংযুক্ত)। আর বাকি একজন ভিসি। যখন ভিসি নিয়োগ পাবেন তখন জয়েন করলেই তিনি আমাদের সঙ্গে (ট্রাস্টিবোর্ড) থাকবেন।’

পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টির ১ম সভার মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়ে ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, ‘ট্রাস্টিবোর্ডের মাধ্যমে আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি, এখানে একটা বিশাল লেনদেন আছে। এটা স্বচ্ছতা আনার জন্য আমরা অডিট করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে ডিপোজিট আছে; কোন সেক্টরে কত টাকা খরচ হয়েছে সব মিলিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি।’

ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার না আসা পর্যন্ত রেজিস্টারই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়ে তিনি আরো বলেন, ‘প্রিমিয়ারের নেক্সট ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য রেজিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ দায়িত্বে থাকবেন। যতদিন পর্যন্ত ডিসি অফিসের ট্রেজারের আসবে না ততদিন পর্যন্তই এই দায়িত্ব পালন করবেন।’

এর আগে ১৬ জানুয়ারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য পদাধিকার বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রকে চেয়ারম্যান করে নয় সদস্যের বোর্ড গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠান শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম।

পদাধিকার বলে বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চেয়ারম্যান। এছাড়া পদাধিকার বলে বাকি আটজন হলেন— সদ্য সাবেক চসিক মেয়র, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিক সচিব, চসিকের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, চসিকের দুইজন প্যানেল মেয়র এবং চসিকের হিসাব ও নিরীক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান।

এর আগে, গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদ পূরণের জন্য মোট নয়জনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ