20 C
আবহাওয়া
৯:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » চাল খালাস কার্যক্রম দেখতে চট্টগ্রাম বন্দরে আসছেন খাদ্য উপদেষ্টা

চাল খালাস কার্যক্রম দেখতে চট্টগ্রাম বন্দরে আসছেন খাদ্য উপদেষ্টা

চাল খালাস কার্যক্রম দেখতে চট্টগ্রাম বন্দরে আসছেন খাদ্য উপদেষ্টা

বিএনএ, চট্টগ্রাম: মিয়ানমার থেকে আমদানিকৃত সরকারি চাল খালাস কার্যক্রম দেখতে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার চট্টগ্রাম আসছেন। আগামীকাল দুপুরে তিনি বন্দরের জেটিতে চাল খালাস কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে।

সূত্র জানিয়েছে, মিয়ানমার থেকে জি টু জি চুক্তির আওতায় এক লাখ পাঁচ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। এই চালের প্রথম চালানের ২২ হাজার টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ গত ১৬ জানুয়ারি রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। পরদিন জাহাজটিকে বন্দরের জেনারেল কার্গো বার্থের ৯ নম্বর জেটিতে বার্থিং দিয়ে চাল খালাস শুরু করা হয়।

সূত্র বলছে গতকাল দুপুরে জাহাজটিকে বন্দরের ৬ নম্বর জেটিতে শিফট করা হয়। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগামীকাল ৬ নম্বর জেটিতে জাহাজটির চাল খালাস কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানিয়েছেন জাহাজ এবং সরবরাহকারীর স্থানীয় এজেন্ট সেভেন সীজ শিপিং লাইন্সের সিইও মোহাম্মদ আলী আকবর।

খাদ্য উপদেষ্টার সাথে ওই সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেকসহ খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও আঞ্চলিক খাদ্য বিভাগ, বন্দর ও স্থানীয় বিভিন্ন অধিদপ্তর ও প্রসাশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।

বিএনএনিউজ / নাবিদ

Loading


শিরোনাম বিএনএ