24 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাবেন আহতরা, সিভি আহ্বান

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাবেন আহতরা, সিভি আহ্বান

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাবেন আহতরা, সিভি আহ্বান

বিএনএ, ঢাকা: ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’। এজন্য আহতদের থেকে সিভি চাওয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারিসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করার জন্য ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে আহতদের থেকে সিভি আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন, তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে দ্রুত আপনার সিভি জমা দেওয়ার জন্য। সিভি পাঠানোর ঠিকানা : [email protected]

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল জুলাইয়ে আহতদের সিভি আহ্বান করায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল জুলাইয়ে আহত যোদ্ধাদের থেকে সিভি আহ্বান করেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করতে কাজ করবে তারা। ধন্যবাদ, এমন মহৎ উদ্যোগের জন্য।’

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ