24 C
আবহাওয়া
৭:০১ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ, আহত ১২

গাজীপুরে কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ, আহত ১২


বিএনএ, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইলেকট্রনিক মিনি বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার জৈনাবাজার এলাকায় ওই কারখানার স্যাম্পল রুমের এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সেম্পল সুপারভাইজার রইছ উদ্দিন (২৮), সুজন মিয়া (২৬), রহিজ উদ্দিন (২৭), শুক্কুর (৩০), ইয়াসিন আলী (২০), শাহজাহান (২৪), সুনিয়া (২৩), সারজিনা (২৫), কুলসুম (২৭), আমেনা (২৯), লিমা (২৯), রইস উদ্দিন (২৬), ইকবাল হোসেন (৩০), রনি (২৩) এবং আরিফুল ইসলাম (২৪)। তাদেরকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ইয়াছিল আলীকে তার স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিায়েছে।

আহত সুইং রিসিভম্যান শাহজাহান জানান, কারখানার উৎপাদন শেডের প্রবেশ ফটকের পাশে মিনি বয়লারের অবস্থান। সকাল ৯টার দিকে সেম্পল বিভাগের মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়ে পুরো ঘরের যন্ত্রাংশ ছড়িয়ে পড়লে জানালার থাই গ্লাস, আলমিরা, টেবিল, ফ্যান, লাইট ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচের আঘাতে এবং দৌড়ে বের হওয়ার সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর সাব জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল লতিফ খান বলেন জৈনা বাজার এলাকায় এইচ ডি এফ অ্যাপারেলস নামে একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানে বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি এবং খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ১০ -১২ জন শ্রমিক আহত হয়েছে। তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসা বাড়ি চলে গেছে।  একজন বা পায়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ