22 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবানে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত


বিএনএ, বান্দরবান : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আন্ত:জেল কারাতে  বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।

ইভেন্টের কুমি -৬০ কেজিতে প্রথম স্থান অধিকার করে বান্দরবানের সিংক্যউ মার্মা দ্বিতীয় স্থান অধিকার করে মাং পং, – ৬১ কেজিতে প্রথম স্থান অধিকার করে কুমিল্লার নাহিদা আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করে চট্টগ্রামের অন্বেষা দে। কুমি -৬৭ কেজিতে প্রথম স্থান অধিকার করে রাঙামাটির সুদর্শন বিকাশ এবং দ্বিতীয় স্থান অধিকার করে নোয়াখালীর আল মুয়িত। কুমি -৬৮ কেজিতে প্রথম  হয়েছেন চট্টগ্রামের সমুদ্রা মজুমদার।  দ্বিতীয় চট্টগ্রামের উমা চৌধুরী। কুমি -৭৫ কেজিতে প্রথম স্থান অধিকার করেন চট্টগ্রামে আল আরাবি রাফি, দ্বিতীয় চট্টগ্রামের জারিফ কবির। কুমি +৬৮ কেজিতে প্রথম স্থান অধিকার করে চট্টগ্রামে ঈশা ধর।  দ্বিতীয় স্থান অধিকার করে কুমিল্লার ফারিয়া বিনতে ফারুক। তরুণ একক কাতায় প্রথম স্থান অধিকার করেন বান্দরবানের সিংখিউ দ্বিতীয় নোয়াখালীর মহরম আলী।

তরুণী একক কাতায় প্রথম হয়েছেন বান্দরবানের রুই তুম, দ্বিতীয় একই জেলার শোনায়। তরুন  একক কাতায় +৭৫ কেজিতে প্রথম স্থান অধিকার করেছেন  কক্সবাজারের সাঈদ মোহাম্মদ, দ্বিতীয় নোয়াখালীর মুসা বিন আরিফ । তরুণী কুমি -৪০ কেজিতে  নোয়াখালীর নাজিফা আঞ্জুম, দ্বিতীয়  কুমিল্লার সুইটি আক্তার । তরুণ কুমি -৪৫ কেজিতে প্রথম রাঙামাটির অমিত কান্তি এবং  দ্বিতীয় চট্টগ্রামের মোসাফিকুজ্জামান । তরুণী বিভাগের কুমি -৪৫ কেজিতে প্রথম হয়েছেন  নোয়াখালীর সাবিহা জাহান এবং  দ্বিতীয় চট্টগ্রামের সৈরন্তী দত্ত। তরুণ বিভাগে কুমি -৫০ কেজিতে প্রথম  চট্টগ্রামে রিদয়ানুল আরেফিন এবং  দ্বিতীয় কুমিল্লার মো. প্রবাসী । কুমি -৫৫ কেজিতে প্রথম স্থান অধিকার করেন নোয়াখালীর মহরম আলী এবং  দ্বিতীয় স্থান অধিকার করেন বান্দরবানের রেংহিং।  তরুণী বিভাগে কুমি -৫৫ কেজিতে প্রথম বান্দরবানের রুইতুম ¤্রাে এবং  দ্বিতীয়  নাদিয়া সুলতানা।

বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ শেষ হওয়া  প্রতিযোগিতা শেষে  বান্দরবান সদরের হিলভিউ কনভেনশন সেন্টারের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. মো. আমিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ