24 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » পাঁচ শতাধিক তরুণ ও যুবকের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শপথ

পাঁচ শতাধিক তরুণ ও যুবকের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শপথ

শপথ বাক্য পাঠ করান ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার

ফেনী :  স্মার্ট বাংলাদেশ নির্মাণের পূর্ব শর্ত স্মার্ট নাগরিক। আর এই স্মার্ট নাগরিক তৈরির জন্য মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারে ক্রিড়া সামগ্রি বিতরণের মাধ্যমে শপথ বাক্য পাঠ করালেন ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য, অলাভজনক সংস্থা সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। শপথ শেষে তিনি ৫ শতাধিক যুবক ও তরুণের হাতে ক্রিড়া সামগ্রি তুলে দেন।

আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার পোর্টল্যান্ড গ্রুপের পক্ষ থেকে মহামায়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫ শতাধিক তরুণ ও যুবকদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন
শপথ বাক্য পাঠ করান মিজানুর রহমান মজুমদার

ফেনীর ছাগলনাইয়ায় ৫ শতাধিক তরুণ ও যুবকের মাদক বিরোধী শপথ। শুক্রবার(২০ জানুয়ারি) সকালে চাঁদগাজী বটতলী বাজারে আলহাজ্ব সুলতান আহমেদ ফাউন্ডেশন আয়োজিত মাদক বিরোধী সমাবেশে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান, আলহাজ্ব সুলতান আহমেদ ফাউন্ডেশন’র চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও বিএনএ’র সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার

৫ শতাধিক তরুণ ও যুবকের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শপথ
তরুণ ও যুবকের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শপথ

 

এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায়। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল। বিশেষ অতিথি ছিলেন, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মাস্টার এবং মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী।

আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার পোর্টল্যান্ড গ্রুপের পক্ষ থেকে মহামায়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫ শতাধিক তরুণ ও যুবকদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন
আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার পোর্টল্যান্ড গ্রুপের পক্ষ থেকে মহামায়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫ শতাধিক তরুণ ও যুবকদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন

অনুষ্ঠান সঞ্চালনা করেন, চাঁদগাজী তৌহিদ একাডেমীর পরিচালক আজিমুল হক আজিম। শেষে অলাভজনক সংগঠন আলহাজ্ব সুলতান আহমেদ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার পোর্টল্যান্ড গ্রুপের পক্ষ থেকে মহামায়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫ শতাধিক তরুণ ও যুবকদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন :

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট স্টুডেন্টের বিকল্প নেই-মিজানুর রহমান মজুমদার

মিজানুর রহমান মজুমদার

তিন হাজার মানুষকে শীতবস্ত্র দিলেন মিজানুর রহমান মজুমদার

বিএনএনিউজ২৪, এবিএম নিজাম উদ্দিন, হাফিজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ