বিএনএ, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ইজতেমার দ্বিতীয় পর্ব।
শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর তাৎক্ষণিক তা বাংলায় তরজমা করছেন মাওলানা জিয়া বিন কাসিম। তবে ইজতেমা ময়দানের প্রায় ৮৫ ভাগ মুসল্লি ময়দানে চলে আসায় ইজতেমা শুরু হয়ে যায় গতকাল বৃহস্পতিবার আসরের পর থেকেই।
আজ ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। মাওলানা সা’দ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলবী জুমার জামাতের ইমামতি করবেন।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ৫০টি দেশের ৪ হাজার ৬০০ বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসেছেন। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিস্তিন থেকে সর্বোচ্চ সংখ্যক মুসল্লি ময়দানে অবস্থান নিয়েছেন। মাওলানা সা’দ কান্ধলবীর তিন ছেলে ও জামাতাও ময়দানে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলা থেকে লাখ লাখ মুসল্লি ময়দানের উদ্দেশে রওনা হয়েছেন। শীর্ষ মুরব্বিদের সিদ্ধান্তে বৃহস্পতিবার বাদ আসর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে গত বুধবার রাত থেকেই জামাতবদ্ধ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। দেশের ৬৪টি জেলার মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। কোন জেলার মুসল্লি কোন খিত্তায় অবস্থান করবেন, সে দিক নির্দেশনাও ইতোমধ্যে দেয়া হয়েছে। দ্বিতীয় পর্বে বিশ্বের শতাধিক দেশের প্রায় ১০-১২ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বিরা।
এদিকে দ্বিতীয় পর্বের ইজতেমা ঘিরেও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, দ্বিতীয় পর্বেও ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত রয়েছে ১১০০ পুলিশ সদস্য। হকারদের দৌরাত্ম্য ঠেকাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
এ ছাড়া রুফটপ, ওয়াচ টাওয়ার, সিসি টিভি মনিটরিং, ডগ স্কোয়াডসহ খিত্তায় খিত্তায় পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। সার্বিকভাবে ইজতেমা সফল করতে প্রশাসনের সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ