18 C
আবহাওয়া
১:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » মেসি-রোনালদো দ্বৈরথে শেষ হাসি পিএসজির

মেসি-রোনালদো দ্বৈরথে শেষ হাসি পিএসজির


বিএনএ, স্পোর্টস ডেস্ক : মেসি-রোনালদো দ্বৈরথে ৫-৪ গোলে জয় পেয়েছে মেসি-নেইমারের পিএসজি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে নান্দনিক এক ফুটবল ম্যাচের সাক্ষী হয়ে থাকল সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়াম। রিয়াদ অল স্টার বনাম পিএসজির ম্যাচটি রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। ৩৪তম মিনিটে গোল করে রিয়াদ অল স্টারকে সমতায় ফেরান রোনালদো। ৪৩তম মিনিটে গোল করেন পিএসজি দলপতি মার্কিনিউস। বিরতির আগেই তৃতীয় গোল পেতে পারতো পিএসজি। কিন্তু নেইমার পেনাল্টি মিস করায় সেটি হয়নি। বরং প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন রোনালদো।

বিরতির পর গোল পান সার্জিও রামোস, পিএসজি এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। এর তিন মিনিট পরই অল স্টারকে সমতায় ফেরান হিউন সু জং। এরপর পিএসজি’কে আরো দুটি গোল এনে দেন কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকে। শেষ মুহুর্তে গোল করে পরাজয়ের ব্যবধান কমান এন্ডারসন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম