21 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ভেতরে ব্লেড রেখেই অস্ত্রোপচার, গরু নিয়ে হাসপাতালে কৃষক

ভেতরে ব্লেড রেখেই অস্ত্রোপচার, গরু নিয়ে হাসপাতালে কৃষক

ভেতরে ব্লেড রেখেই অস্ত্রোপচার, গরু নিয়ে হাসপাতালে কৃষক

বিএনএ, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার দুর্লভপুর গ্রামের হতদরিদ্র কৃষক শুক্কুর আলী। অন্যের জমি বর্গা নিয়ে কোনোরকমে অভাব অনাটনের মধ্যে চলে তার জীবন সংসার। তার সংসারে একমাত্র দুইটি গবাদি পশুই সম্পদ। এর মধ্যে গতবছরের ডিসেম্বরে তার একটি গরুর (ষাঁড়) ঘাড়ে একটি পিণ্ড দেখা যায়।

পরে তিনি গরুটি নিয়ে যান উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে। চিকিৎসার এক পর্যায়ে অস্ত্রোপচার করেন (১৮ ডিসেম্বর) ভেটেরিনারি সার্জন সামিউল বাছির। অস্ত্রোপচারের সময় ভেতরে সার্জিক্যাল ব্লেড রেখেই ব্যান্ডেজ করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার(২০জানুয়ারি)গরুটি নিয়ে হাসপাতালের বারান্দায় শুক্কুর আলী কান্না করতে-করতে গণমাধ্যম কর্মীদের বলেন, চোখের সামনেই অবলা প্রাণীটি মারা যাচ্ছে। অবুঝ এ প্রাণীটির কী দোষ? ডাক্তার স্যার এই রহম ভূল করলেন।

বিএনএনিউজ২৪.কম/এম. এস. রুকন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ