Bnanews24.com
Home » শাবিপ্রবিতে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
শিক্ষা সব খবর

শাবিপ্রবিতে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিএনএ, জবি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ৩নং গেট থেকে শুরু করে রায়সাহেব বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল হক তাজ, মোঃ নাহিদ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, নাছিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান তুহিন, শাহরিয়ার হোসেন, জামাল সাগর, নূরনবী, মোঃ জাহিদ, মোঃ তৌহিদ চৌধুরী, হাসিব, রাকিব হাসান, শরিফ, মনির হোসেন প্রমুখ।

বিএনএ নিউজ/ সাহিদুল, ওজি