বিএনএ ডেস্ক : ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেল। করোনার নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার। এই সময়ের মধ্যে ৪৯১ জনের মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার(২০ জানুয়ারী) এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১ জনে।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৭৭৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৭১৯ জনের।
বিএনএ/ ওজি