18 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় সাড়ে ৮ হাজার মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় সাড়ে ৮ হাজার মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় সাড়ে ৮ হাজার মৃত্যু

বিএনএ বিশ্ব ডেস্ক: করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৯০ জন মারা গেছে। এতে মৃতের সংখ্যা ৫৫ লাখ ৮৩ হাজার ৫২ জনে পৌঁছেছে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ২৪ হাজার ২৩৭ জন। এতে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত  মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৩ কোটি ৯১ লাখ ৫৪ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এসবতথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

সংস্থাটির দেয়া সর্শেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ৫ লাখ ৭৪ হাজার ৩৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৯৪৮ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ৬৯৮ জন। নতুন করে ৩৩ হাজার ৮৯৯ জন সংক্রমিত হয়েছে।

এছাড়া গত এক দিনে যুক্তরাজ্যে আক্রান্ত  ১ লাখ ৮ হাজার ৬৯,মৃত্যু ৩৫৯ জন।  ইতালিতে আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৩২০ এবং মৃত্যু ৩৮০ জন। ফ্রান্সে আক্রান্ত ৪ লাখ ৩৬ হাজার ১৬৭, মৃত্যু ২৩১। জার্মানিতে আক্রান্ত  ১ লাখ ২১ হাজার ৯৫২, মৃত্যু ২৫৮।

কলম্বিয়ায় আক্রান্ত  ২৭ হাজার ৬০৩, মৃত্যু ১৬৯। ইউক্রেনে আক্রান্ত  ১২ হাজার ৮১৫, মৃত্যু ১৬৩। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে  মৃত্যু ৩৪৯  এবং আক্রান্ত  ২ লাখ ৫ হাজার ৩১০ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৭৬, ভিয়েতনামে ১৪২, হাঙ্গেরিতে ৮৫ জন, পোল্যান্ডে ৩৭৫, কানাডায় ১৭০, স্পেনে ১৬০, আর্জেন্টিনায় ২০৮, মেক্সিকোতে ৩২০ এবং সাউথ আফ্রিকায় ১৫৬ জন মারা গেছে।

এদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৮২ লাখ ১৬ হাজার ৩৯৯ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৭১৯ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ