17 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কথা রাখলেন ট্রাম্প

কথা রাখলেন ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে ইরাকের গ্রেফতারি পরোয়ানা

নিজের বক্তব্যের পাল্টা বক্তব্য ও কথামত কাজ না করায় রীতিমত রেকর্ড গড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে শুরু করে নিজের কথা ভঙ্গের কাণ্ড করলেও শেষ বেলায় কথা রেখেছেন তিনি।

সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার ঘোষণা দিয়েছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা অনুযায়ী রীতি ভঙ্গ করে নতুন প্রেসিডেন্টের শপথে যোগ দেননি তিনি।

এর আগে, শপথ অনুষ্ঠানে ট্রাম্পের না আসার ঘোষণায় খুশি হয়েছিলেন বাইডেন। বাইডেন বলেন, আমি শুনেছি যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তাকে দেখা শপথ অনুষ্ঠানে দেখা যাবে না। এটা ভালো যে তাকে দেখা যাবে না।

এ সময় বাইডেন আরো বলেন যে , ট্রাম্প আর প্রেসিডেন্ট পদে থাকার যোগ্য নন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প অন্যতম অদক্ষ প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেছেন বাইডেন।

আরিফ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ