17 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » শপথ নিলেন কমালা হ্যারিস

শপথ নিলেন কমালা হ্যারিস

শপথ নিলেন কমালা হ্যারিস

বিএনএ, বিশ্বডেস্ক : প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমালা হ্যারিস। বুধবার ক্যাপিটাল হিলে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র।

তার আগে আরো ৪৮ জন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের সবাই পুরুষ।

“ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি হয়তো প্রথম নারী, তবে আমি শেষ নারী নই। যেসব ছোট্ট নারী শিশু এই অনুষ্ঠান দেখছে তারা দেখছে যে আমেরিকা হচ্ছে সম্ভাবনার এক দেশ,” নির্বাচনে বিজয়রে পর একথা বলেছিলেন কমালা হ্যারিস।

শুধু নারী নন, কমলা যুক্তরাষ্ট্রের প্রথম অশেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট। বাবার দিক দিয়ে তিনি জ্যামাইকান ও মায়ের দিক দিয়ে তিনি ভারতীয় বংশোদ্ভুত।

শপথের সময় কমলার স্বামী তার পাশেই ছিলেন। হ্যারিস একজন ইহুদী ধর্মাবলম্বী। এ কারণে তার পদকে এবার বর্ণের ছটাময় বলে অভিহিত করা হচ্ছে।

আরও উপস্থিত ছিলেন স্পিকার ন্যান্সি পেলোসি ও তার স্বামী পল পেলোসি, স্বস্ত্রীক মাইক পেন্স, মিচ ম্যাককনেল এবং চাক শুমার সহ শীর্ষস্থানীয় মার্কিন নেতারা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ