32 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » তেল পরিমাপে কারচুপি: জরিমানা গুনল কর্ণফুলী ফিলিং স্টেশন

তেল পরিমাপে কারচুপি: জরিমানা গুনল কর্ণফুলী ফিলিং স্টেশন

কর্ণফুলী ফিলিং স্টেশন

বিএনএ,চট্টগ্রাম: তেল পরিমাপে কারচুপি ও অনুমতি ছাড়া লোগো ব্যবহার করায় চট্টগ্রামের কর্ণফুলীতে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ জানুয়ারি) বিএসটিআইয়ের সহযোগিতায় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা এ অভিযান পরিচালনা করেন। এসময় আধুনিক বেকারি নামে অন্য একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা বলেন, কর্ণফুলী উপজেলায় অভিযানে তেল পরিমাপে কারচুপি করায় কর্ণফুলীর আমিন উল্লাহ ট্রেডিং কর্পোরেশন ফিলিং স্টেশন ও কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডকে ৩০ হাজার টাকা ও বিএসটিআইয়ের সনদ ছাড়া লোগো ব্যবহার, পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রি করায় বার আউলিয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আধুনিক বেকারি নামে অন্য একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ