বিএনএ, ঢাকা : রাজধানীর গেণ্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ খালিদ আহমেদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ পরিবারের সঙ্গে ডেমরার ডগাইল পূর্ব পাড়া এলাকায় থাকতেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন বিভাগে ইনচার্জ হিসেবে চাকরি করতেন।
দুর্ঘটনার পর পরপথচারীরা খালিদকে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বাসসের সিনিয়র রিপোর্টার মো.ফজলুল হক জানান, নিহত খালিদ নিজ বাসা থেকে মোটরসাইকেলে অফিসে আসার সময় এ দুর্ঘটনাটি ঘটে। সে ২ ছেলে ২ মেয়ের জনক ছিলো।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন খালিদ। এ সময় দয়াগঞ্জ মোড়ে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে খালিদ ছিটকে পড়ে গুরুতর আহত হন়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনার পর সিটি কর্পোরেশনের গাড়িচালককে আটক করা হয়েছে।
বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম।