বিএনএ, সাভার : সাভারের আশুলিয়া বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ডাকাতের কবলে পড়ে নগদ অর্থসহ স্বর্ণালংকার হাড়িয়েছে পাত্রপক্ষ।
বুধবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসাআই) সামিউল ইসলাম।
এর আগে, গতকাল সোমবার (১৮ জানুয়ারি) রাত ২ টার দিকে জিরানী-আমতলা-ধামরাই সড়কের রাঙ্গামাটি ব্রীজের পাশে এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী উত্তম গাঙ্গুলী জানায়, আশুলিয়ার শিমুলিয়ার কাইলকাপুর এলাকা থেকে বিয়ে শেষে জিরানী-আমতলা-ধামরাই সড়ক দিয়ে তারা একটি মাইক্রোবাস ধামরাইয়ের বাড়িতে যাচ্ছিলো। এসময় সোমবার দিবাগত রাত দুই টার দিকে অন্তত ১৫ জনের একটি ডাকাত দল রাঙ্গামাটি এলাকার ব্রীজের সামনে ট্রাক রাস্তার মাঝখানে রেখে অবস্থান নিয়ে বেরিগেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার। ডাকাতেরা তাঁদের কাছ থেকে নগদ প্রায় এক লাখ টাকা, সাত ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই সময় আরও কয়েকটি যানবাহন থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেয় ডাকাতেরা।
জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগামীকাল তাদের (ভুক্তোভোগী) ডাকা হয়েছে। তথ্য ও প্রমাণের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের আটক করা হবে।
বিএনএনিউজ/ইমরান খান, জেবি