28 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » জমির বিরোধে প্রাণ গেল মা-মেয়ের

জমির বিরোধে প্রাণ গেল মা-মেয়ের

কক্সবাজার খুন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জন্নাতুল ফেরদৌস (১৩)।

স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন জানান, জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) সঙ্গে ঝগড়া বাধে তাদের। তাতে প্রতিপক্ষের দায়ের কোপে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিরিচ (ধারালো দেশীয় অস্ত্র) উদ্ধার করেছে। অভিযুক্তদের কেউ আটক হয়নি।

কক্সবাজার ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবদুল হালিম জানান, আবুল কালামকে ধরতে পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘেরা দিয়ে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। তবে, আজিজুল হকের দাবি, নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরা দিতে গেলে বাধা দেন আবুল কালাম। বেশ কিছুদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। মা-মেয়ের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ