25 C
আবহাওয়া
৭:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কেরানীগঞ্জে রুপালী ব্যাংকে ডাকাত দলের হানা, জিম্মি কর্মকর্তা-কর্মচারীরা

কেরানীগঞ্জে রুপালী ব্যাংকে ডাকাত দলের হানা, জিম্মি কর্মকর্তা-কর্মচারীরা


বিএনএ, ঢাকা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে র‌্যাব ও পুলিশ। ব্যাংকের ভেতরে থাকা ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে ব্যাংকটিতে হানা দেয় ডাকাতদল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র‍্যাবের তিনটি গাড়িতে সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ব্যাংক থেকে ডাকাতদের ধরার চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ