15 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে গণিত বিভাগের জয় দিয়ে শুরু ক্রিকেট টুর্নামেন্ট

কুবিতে গণিত বিভাগের জয় দিয়ে শুরু ক্রিকেট টুর্নামেন্ট


বিএনএ, কুবি: গণিত বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ম্যাচ দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪। যা ৩১ জানুয়ারি ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ৬ রানে জয় লাভ করেছে গণিত বিভাগ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনার কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান সভাপতিত্বে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

প্রধান অতিথির বক্ত্যবে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন,‘এই যে খেলাধুলা আয়োজন করেছি আমরা সবকিছু করি একটা কারণে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের ইমেজ বাড়াতে হবে। এই খেলার মাধ্যমে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলাকে ওই পর্যায়ে নিয়ে যেতে চাই যে পর্যায়ের খেলাধুলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এমন একটা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই যেখানে পড়াশোনা হবে, খেলাধুলা হবে, গবেষণা সহ সবকিছু হবে।’

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জিল্লুর রহমান বলেন, ‘সকলে সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করবে। সুন্দর খেলা উপহার দিতে সকলের সহযোগিতা প্রয়োজন।পাশাপাশি খেলোয়ারেরা আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে, একটি সুন্দর খেলা উপহার দিবে বলে আমি মনে করি।’

উল্লেখ্য, ১৯ টি বিভাগের অংশগ্রহণে এই টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল ব্যতীত প্রতিটি ম্যাচ দশ ওভারে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ওভারে। আগামী ৩১ জানুয়ারি (বুধবার) ফাইনালের মাধ্যমে এই টুর্নামেন্টের পর্দা নামবে।

বিএনএ/আদনান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত