25 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » থাই যুদ্ধজাহাজ ডুবে নিখোঁজ ৩১ নাবিক

থাই যুদ্ধজাহাজ ডুবে নিখোঁজ ৩১ নাবিক


বিএনএ, বিশ্বডেস্ক : উপসাগরীয় ঝড়ের কবলে পড়ে শতাধিক ক্রু সম্মলিত থাইল্যান্ডের একটি যুদ্ধ জাহাজ ডুবে গেছে। ঘটনায় ৩১ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে থাই নৌবাহিনী।  রোববার রাতে ঝড়ের সময় থাইল্যান্ড নৌবাহিনীর জাহাজ এইচটিএমএস সুকোথাইয়ের বৈদ্যুতিক সংযোগের নিয়ন্ত্রণ কক্ষে পানি ঢুকে পড়ে। তারপরই জাহাজটি ডুবে যায়। খবর বিবিসি।

সোমবার (১৯ ডিসেম্বর) থাই কর্তৃপক্ষ জানায় তারা এখন পর্যন্ত বিক্ষুব্ধ সাগর থেকে ৭৫ জন নাবিককে উদ্ধার করেছে, কিন্তু এখনও ৩১ জন নিখোঁজ।

“প্রায় ১২ ঘণ্টা কেটে গেছে, কিন্তু আমরা এখনও তাদের খুঁজবো, “ থাই নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন।

উদ্ধার-কর্মীরা সারারাত ধরে নিখোঁজ নাবিক এবং নৌ সেনাদের খোঁজ করেছে। বিমান বাহিনীর সাহায্য নিয়ে সোমবারও এই উদ্ধারকাজ চলছে।

থাই নৌবাহিনী জানিয়েছে কেন জাহাজটি ডুবলো তা তদন্ত করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন ঝড়ের সময় জাহাজের খোলের ভেতর প্রচুর পানি ঢুকে বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ার কারণে সেটি ডুবে যায়।  বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে নাবিকরা বহু চেষ্টা করেও সেটিকে ভাসিয়ে রাখতে পারেনি। রোববার রাত সাড়ে এগারোটার দিকে জাহাজটি ডুবে যায়।

ঝড়ের সময় ঐ যুদ্ধ জাহাজটি সাগরে টহল দিচ্ছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ