27 C
আবহাওয়া
৬:২০ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » সরকার হটাতে ডান-বাম এক হয়েছে: কাদের

সরকার হটাতে ডান-বাম এক হয়েছে: কাদের


বিএনএ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হটাতে ডান বাম প্রগতিশীল প্রতিক্রিয়াশীল সবাই এক কাতারে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা আবার এ রাষ্ট্র মেরামতের কথা বলছে!

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা কি করে দেশের মেরামত করে। দেশ মেরামত করেছেন শেখ হাসিনা। বিএনপির আমল থেকে এখন সব কিছু ভালো আছে। দেশের মধ্যে যা মেরামত করেছে তা আওয়ামী লীগই করছে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সুশৃঙ্খল সন্মেলন করে দেখতে চান।  আওয়ামী লীগ আবারও দেশের মধ্যে দেখাতে চান আওয়ামী একটা সুশৃঙ্খলভাবে দেশের দায়িত্ব নিতে প্রস্তুত।

তিনি বলেন, শৃঙ্খলা উপকমিটির সদস্যরা বিগত সম্মেলনেও তারা তাদের দায়িত্ব যথাযথ ভূমিকা পালন করেছে এবং আ ফ ম বাহাউদ্দীন নাছিমের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও  স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন,  বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহ উল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ বিভিন্ন নেতাকর্মী।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ