28 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » ইরাকে বোমা বিস্ফোরণে ৯ পুলিশ নিহত

ইরাকে বোমা বিস্ফোরণে ৯ পুলিশ নিহত

ইরাকে বোমা বিস্ফোরণে ৯ পুলিশ নিহত

বিএনএ,বিশ্বডেস্ক : ইরাকে বোমা বিস্ফোরণে অন্তত ৯  ইরাকি পুলিশ নিহত হয়েছেন। রোববার(১৮ ডিসেম্বর) রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার  দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে সাফরা গ্রামে এ ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সাফারা গ্রামের কাছে বিস্ফোরণটি ঘটে। আহতদের পুলিশ কর্মকর্তাদের অবস্থা গুরুতর। ইসলামিক স্টেট গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হওয়ার পাশাপাশি দুজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, চালাল আল-মাতার গ্রামের কাছে পুলিশ বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়।  হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ