32 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » সৈন্যদের মনোবল চাঙ্গা করতে নতুন রুশ ‘সঙ্গীত বাহিনী’ গঠন

সৈন্যদের মনোবল চাঙ্গা করতে নতুন রুশ ‘সঙ্গীত বাহিনী’ গঠন


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া বলছে ইউক্রেন যুদ্ধে সৈন্যদের মনোবল চাঙ্গা করতে তারা রণাঙ্গনে সঙ্গীত সেনা দল মোতায়েন করতে চায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় “রণাঙ্গনের সৃজনী ব্রিগেড” নামে একটি সেনা দল গঠনের ঘোষণা করে বলেছে এই ব্রিগেডে কণ্ঠশিল্পী এবং বাদ্যশিল্পীরা থাকবেন।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের রোববারের গোয়েন্দা ব্রিফিংএ এই খবর নিশ্চিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু ইতোমধ্যে ইউক্রেনের রণাঙ্গনে সৈন্যদের সাথে দেখা করেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে “শইগু রণাঙ্গনে সৈন্য মোতায়েন করা এলাকাগুলো বিমানে পরিদর্শন করেছেন এবং বিশেষ সামরিক তৎপরতা চালানো হচ্ছে যেসব জায়গায়, সেখানে রুশ সেনা ইউনিটগুলোর অগ্রবর্তী অবস্থান তিনি খতিয়ে দেখেছেন”।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে তিনি “সম্মুখ রণাঙ্গনে সৈন্যদের সঙ্গে কথা বলেছেন” এবং একটি “কমান্ড পোস্ট” পরিদর্শন করেছেন।

তবে শইগু কবে এই সফর করেছেন এবং তিনি খোদ ইউক্রেনে গেছেন কিনা বিবিসি তা নিশ্চিত করতে পারেনি।

ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা যখন বলছেন যে “রুশ বাহিনীর বড় অংশে সৈন্যদের মনোবল ভেঙে পড়েছে” তখনই শইগুর এই সফরের খবর জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ