17 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » শ্রীলংকাকে ১২ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ১২ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ১২ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বিএনএ, ক্রীড়া ডেস্ক :  ফাইনালে যেতে  বাংলাদেশের প্রয়োজন ছিল ১ পয়েন্ট। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে কি ছেলে খেলাটাই না করলো মারিয়া-আঁখিরা।সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের খেলায়  ১২-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে ফাইনাল নিশ্চিত করেছেন প্রমীলা ফুটবল দল।

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়েছে স্বাগতিকরা। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন ঋতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।

আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ