18 C
আবহাওয়া
১২:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে পৌর মেয়র পলাতক

জামালপুরে পৌর মেয়র পলাতক

জামালপুরে পৌর মেয়র পলাতক

বিএনএ,জামালপুর: সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহকে লাঞ্ছিত করার ঘটনার মামলায় গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না।

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশার নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে মঞ্চে থাকা অনুষ্ঠানের উপস্থাপক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এ সময় উপস্থিত দর্শনার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ বাদী হয়ে ১৬ ডিসেম্বর দিবাগত রাতে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরেই পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ আত্মগোপন করেন।

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহব্বত কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেউ আইনের ঊর্ধ্বে না। গ্রেপ্তার অভিযান চলমান আছে। মামলার পরে বিজ্ঞ আদালতের জামিনের আদেশ ছাড়া স্বাভাবিক চলাফেরার সুযোগ নেই।

বিএনএ/শাহীন,এমএফ

Loading


শিরোনাম বিএনএ