16 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » গোপালগঞ্জে ৩  ভুয়া পুলিশ কমকর্তা আটক

গোপালগঞ্জে ৩  ভুয়া পুলিশ কমকর্তা আটক

গোপালগঞ্জে ৩ ভুয়া পুলিশ কমকর্তা আটক

বিএনএ গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার রেললাইন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র স্টিকার লাগানো প্রাইভেটকারসহ ৩ ভুয়া পুলিশ কমকর্তাকে  আটক করেছে পুলিশ।

রোববার ( ১৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, পুলিশের কাছে আটক ৩ জন ভুয়া পুলিশ কমকর্তার বাড়ি উপজেলার মাঝিগাতি গ্রামে। ন্যাপকো নামে একটি কোম্পানির পরিচালক হেদায়েতের ছেলেসহ আটক প্রতারক চক্রের এই তিন জন সদস্য দীঘদিন ধরে সাদা রংয়ের একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ৪৫-৮৭৩৬) ঢাকা মেট্রো পলিটন পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদেরকে পুলিশের বড় কমকর্তা পরিচয় দিয়ে আসছিল। পাশাপাশি নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল তারা। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যার পর গোপালগঞ্জ রেললাইনে গিয়ে নিজেদের পুলিশ কমকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ছেলে-মেয়েদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে চক্রের সদস্যরা। সে সময় তাদের চলাফেরা ও কথাবার্তা শুনে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে রেললাইনে বেড়াতে যাওয়া ছেলে-মেয়েরা তাদেরকে গণধোলাই দিলে নিজেদেরকে ভুয়া পুলিশ সেজেছে বলে জানায় তারা। এরপর তাদেকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন, বলেন ওসি মো. মনিরুল ইসলাম।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ