16 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ৩ দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩ দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী


বিএনএ ডেস্ক : তিন দিনের জন্য মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর তিনি দ্বীপ রাষ্ট্রটি সফর করবেন। শনিবার (১৮ ডিসেম্বর)পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক, এমওইউ, সই হতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত মার্চে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সালিহ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেইতিনি দেশটি সফরে যাচ্ছেন ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ