17 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » তিউনিসিয়াকে হারিয়ে আলজেরিয়ার শিরোপা লাভ

তিউনিসিয়াকে হারিয়ে আলজেরিয়ার শিরোপা লাভ

তিউনিসিয়াকে হারিয়ে আলজেরিয়ার শিরোপা লাভ

বিএনএ, ক্রীড়া ডেস্ক : ফিফা আরব কাপ ২০২১ এর ফাইনালে  তিউনিসিয়াকে হারিয়ে আলজেরিয়া  শিরোপা জিতেছে। অতিরিক্ত সময়ের দুটি গোল আলজেরিয়াকে জয় এনে দেয়। তৃতীয় স্থানের প্লে অফে স্বাগতিক কাতার মিশরকে হারিয়েছে।

অতিরিক্ত সময়ের নবম মিনিটে আমির সাইউদ গোল করেন এবং শনিবার খেলার শেষ কিক থেকে ইয়াসিন ব্রাহিমি গোল করে আলজেরিয়াকে শিরোপা এনে দেন।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিশরকে পেনাল্টিতে ৫-৪ গোলে হারিয়েছিল স্বাগতিক কাতার।

দোহার স্টেডিয়াম 974-এ মিশরের বেশ কয়েকটি গোলের চেষ্টা বন্ধ হয়ে যাওয়ায় ম্যাচটি অতিরিক্ত সময়ে চলে যায়।

অতিরিক্ত সময়ে কোন গোল না হওয়ায় পেনাল্টিতে কাতারের গোলরক্ষক মেশাল বারশাম একটি গোল  রোধ করে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ