বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম শোলকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে ১২৪ লিটার মদ, নগদ ৩০ হাজার টাকা ও একটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. জমির হোসেন (৪৮), সালমা বেগম (৪৫), ও মর্জিনা আক্তার (৩৪)। তারা সবাই বারখাইন পশ্চিম শোলকাটা গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় বাংলা মদ বিক্রি করে আসছে-স্থানীয়দের এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বারখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম শোলকাটা এলাকার এক বাসায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে দেশীয় তৈরি ১২৪ লিটার মদ, নগদ ৩০ হাজার টাকা ও একটি রামদা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সোমবার রাতে সেনাবাহিনী ৩ মাদককারবারিকে আটকের পর থানায় হস্তান্তর করে। পরবর্তী মামলা রুজুর পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
বিএনএনিউজ/ নাবিদ/ বিএম
/এইচমুন্নী