16 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » জামালপুরে ট্রেনে আগুন

জামালপুরে ট্রেনে আগুন


বিএনএ, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ই নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা।

জামালপুর রেলওয়ে থানার সাব ইনস্টপেক্টর তারা মিয়া বলেন, ‘সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়। সেসময় ট্রেনে যাত্রী কম ছিল বলে ধারণা করা হচ্ছে।’

এ ঘটনায় কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রবিবার (১৯ নভেম্বর) ভোর ছয়টা থেকে ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও জামায়াত।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ