বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, থাইল্যান্ডে ছোট আকারের পরমাণু চুল্লি নির্মাণ করা হবে।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক জোটের (এপেক) সম্মেলনের অবকাশে তিনি এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, যেসব দেশ নিজেকে ‘কার্বন নিউট্রাল’ করতে চায় তাদেরকে সহযোগিতার অংশ হিসেবে ছোট আকারের পরমাণু চুল্লি নির্মাণ করা হবে। জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে থাইল্যান্ড, ২০২৫ থাইল্যান্ডকে ‘কার্বন নিউট্রাল’ দেশে পরিণত করতে ওয়াশিংটন সহযোগিতা করবে বলে তিনি জানান।
পৃথিবীর জলবায়ু পরিবর্তনে যে গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি তা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই গ্যাস নিঃসরণে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিএনএনিউজ/এইচ.এম।