বিএনএ,বিশ্বডেস্ক : রাশিয়ার একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এসময় ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর)সাখালিনের তিমোভস্কোয় শহরে ভোরের দিকে এ বিস্ফোরণ ঘটে।
তিমোভস্কোয় শহরের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চার শিশু রয়েছে। তাছাড়া এ দুর্ঘটনায় ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।
রুশ সংবাদমাধ্যমগুলোকে গভর্নর ভ্যালেরি বলেন, আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুজন এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।
দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী- গ্যাস লিকেজ থেকে ওই ভবনে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিএনএ/ ওজি