22 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটে বিএনপির গণসমাবেশ শুরু

সিলেটে বিএনপির গণসমাবেশ শুরু


বিএনএ, সিলেট: সিলেটে পূর্বনির্ধারিত সময়ের প্রায় ৩ ঘণ্টা আগেই বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) জেলার চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশ শুরু হয়। বেলা ১১টা ১০ মিনিটে সমাবেশ শুরু হয়েছে। এখন স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।

এদিন সকাল থেকেই মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক দিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। তাদের স্লোগানে মুখর রয়েছে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ ও শহরের বিভিন্ন অলিগলি। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এটি বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ। এর আগে দলটি চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও ফরিদপুরে সমাবেশ করেছে।

সমাবেশস্থলে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্ল্যাকার্ড, ব্যানার এবং ধানের শীষ নিয়ে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা।

অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে টহল দিচ্ছেন তারা। মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ জানান, সমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি অন্যান্য সংস্থাও মাঠে রয়েছে। ১৯টি চেকপোস্ট বসানো হয়েছে। চারটি মোবাইল টিমসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। সর্বশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির বিভাগীয় গণসমবেশ কর্মসূচি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ