১:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে নারী আইনজীবির আত্মহত্যা

রাজধানীতে নারী আইনজীবির আত্মহত্যা


বিএনএ, ঢাকা : রাজধানীর শ্যামপুরে গলায় ফাঁস দিয়ে মোছা. মিতু ফকির (২৫) নামের এক নারী আইনজীবী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৯ নভেম্বর) রাতে শ্যামপুরের করিমুল্লাবাগের ইস্টার্ন হাউসিং এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, মিতু ফকিরকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মিতু ফকিরের মাদারীপুর জেলা সদরের বাহেরআন্দী গ্রামের মোহাম্মদ মোশারফ ফকিরের মেয়ে। বর্তমানে শ্যামপুরের করিমুল্লাবাদ ইস্টার্ন হাউসিং ২৮/৩৬/২ নম্বর বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ