36 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হামাসকে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন

হামাসকে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন

হামাসকে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন

বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাসকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। সন্ত্রাসবাদ আইনের অধীনে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হবে।

দ্য টাইমস জানায়,  ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ওয়াশিংটনে এ ঘোষণা দেবেন। আগামী সপ্তাহে নিষিদ্ধের বিষয়টি পার্লামেন্টে উপস্থাপন করবেন তিনি। যুক্তরাজ্যের আইন অনুযায়ী গোষ্ঠীটির সদস্য বা সমর্থকদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে হামাস।

যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, “সহজ কথায় বলতে গেলে, হামাস একটি সন্ত্রাসী সংগঠন।”

প্রসঙ্গত, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হামাস মুসলিম ব্রাদারহুডের একটি শাখা। যেটি ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে আসছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ