30 C
আবহাওয়া
১:৪৫ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » তিন দিনের রিমান্ডে কামাল আহমেদ মজুমদার

তিন দিনের রিমান্ডে কামাল আহমেদ মজুমদার


বিএনএ, ডেস্ক : রাজধানীর শাহআলী থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ইকরামুল হক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই আদেশ দেন।

এর আগে সকালে ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমদে মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এর শাহআলী মাজারের সামনে গুলিতে আহত হন ভিকটিম ইকরামুল হক। চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর শাহআলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাতে আসামি করা হয় কামাল আহমেদ মজুমদারকেও।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ