34 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » ইনজুরিতে ২০২৪ কোপা আমেরিকা শেষ নেইমারের!

ইনজুরিতে ২০২৪ কোপা আমেরিকা শেষ নেইমারের!

নেইমার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ড্রয়ের সেই চাপ নিয়ে ১৮ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হয় নেইমার বাহিনী। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এদিনও হতাশ করে সমার্থকদের। বিশ্বকাপ বাছাইয়ে সেলেসাওদের হারের স্বাদ দিয়েছে উরুগুয়ে। এস্তাদিও সেন্টেনারিওতে নেইমারদের ২-০ গোলে হারায় উরুগুয়ে। তবে ব্রাজিলিয়ানদের হারের আক্ষেপকেও ছাড়িয়ে গেছে আরেকটি বিষয়। ম্যাচে চোটে পড়েছেন দলটির পোস্টার বয় নেইমার।

নেইমারের চোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজে ও তার ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়েছে এ নিয়ে। সেখানে জানায়, একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, উরুগুয়ের বিপক্ষে মাঠের চোটে বাম হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, খুব শিগগিরই হাঁটুর অপারেশন করা হবে নেইমারের। তবে কবে এবং কখন এই অপারেশন হবে সেটা এখনও ঠিক করা হয়নি। ব্রাজিল জাতীয় দল এবং আল হিলালের মেডিকেল টিম সার্বক্ষণিক নেইমারের চিকিৎসায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

এছাড়া স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই চোট বড়সড় বিপদে ফেলতে পারে ব্রাজিল এবং আল হিলালকে। তাদের মতে, অপারেশন এবং পুনর্বাসন মিলিয়ে এই চোট সেরে উঠতে নেইমারের সময় লাগবে ৭-৯ মাস। অথচ ৮ মাসের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকার আগামী আসর। তাই ল্যাটিন সেরার এই আসরে এবার নাও দেখা যেতে পারে ব্রাজিলিয়ান তারকাকে।

ব্রাজিলের অধিনায়ক নেইমার কিছুদিন আগেই ইনজুরি থেকে ফিরেছেন। গত মার্চে গোড়ালিতে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ