23 C
আবহাওয়া
১০:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে দখলকৃত ৪ অঞ্চলে মার্শাল ল’ জারি

ইউক্রেনে দখলকৃত ৪ অঞ্চলে মার্শাল ল’ জারি

ইউক্রেনে দখলকৃত ৪ অঞ্চলে মার্শাল ল’ জারি

বিএনএ বিশ্বডেস্ক : ইউক্রেনে দখলকৃত চার অঞ্চলে মার্শাল ল’ জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি আদেশে তিনি সই করেছেন ।

গত ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নে গত ২৩ সেপ্টেম্বর গণভোট শুরু হয়েছিল। পাঁচদিন ধরে চলে এই ভোট। এতে ব্যালটবক্স নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান রাশিয়ার নিয়োগ দেওয়া নির্বাচনী কর্মকর্তারা। গণভোটে ৯৬ শতাংশ মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে মত দিয়েছে বলে দাবি করেছে মস্কো। যদিও এই ভোট এবং এর ফলাফল অস্বীকার করেছে ইউক্রেন ও পশ্চিমারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ