18 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

ময়মনসিংহে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

ময়মনসিংহে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় ছেলের দায়ের কোপে ইমান আলী ফকির (৭৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছে। এই ঘটনায় ছেলে জহিরুল ইসলাম ফকিরকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইমান আলী ফকির ওই এলাকার বাসিন্দা। আটক জহিরুল ফকির ইসলাম সম্পর্কে নিহত ইমান ফকিরের ছেলে।

মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (এসআই) নীল কমল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ছেলে জহিরুল ইসলাম ফকিরের মানসিক সমস্যা রয়েছে। ঘটনার দিন সকালে জহিরুল ইসলাম তার স্ত্রীকে নির্যাতন করছে দেখে বাবা ইমান আলী ফকির ছেলেকে বাধা দেয়। এতে জহিরুল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে বাবা ইমান আলীর ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই ইমান আলী মারা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলে জহিরুল ইসলামকে আটক করে।

এসআই নীল কমল আরও বলেন, জহিরুলের মানসিক সমস্যা রয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে ছেলের দায়ের কোপে বাবা ইমান আলী মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ