১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ বৈশ্বিক খাদ্য ও জ্বালানী নিরাপত্তা চায় : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ বৈশ্বিক খাদ্য ও জ্বালানী নিরাপত্তা চায় : পররাষ্ট্রমন্ত্রী


বিএনএ, ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ বৈশ্বিক খাদ্য ও জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেলের জন্ম-বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় অংশগ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি পারস্পারিক সম্পর্কযুক্ত বিশ্বে বসবাস করি। তাই, আমরা সকল দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই।’

ড. মোমেন আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ও আর্থিক ব্যবস্থা বিঘিœত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে, আসন্ন শীত মৌসুমে জ্বালানী সংকটের কারণে গোটা ইউরোপ আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে।

তিনি বলেন, বাংলাদেশ দূরদর্শীতার সাথে ওই সব চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য ও জ্বালানী নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করছে- যা যুদ্ধের কারণে আবির্ভূত হতে পারে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার প্রতিটি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও খাদ্য অপচয় রোধে পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ রাসেলের মতো এমন নির্মম হত্যাকান্ড বাংলাদেশ আর দেখতে চায় না। বাংলাদেশ প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে চায়

তিনি আরো বলেন, ‘আমাদের শিশুদের অধিকার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে হবে।’

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও বক্তব্য রাখেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ