28 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » মব জাস্টিসে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে: আসিফ নজরুল

মব জাস্টিসে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে: আসিফ নজরুল

মিথ্যা এবং প্রতারণামূলক মামলা বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার হবে: ড. আসিফ নজরুল

বিএনএ, ঢাকা : মব জাস্টিস, গণপিটুনি, আইন নিজের হাতে তুলে নিলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, মব জাস্টিসের যে ঘটনা ঘটেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সে আমাদের সবাইকে মর্মাহত করেছে। সেটা আমাদের খুবই কষ্ট দিয়েছে।

আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তত রকম পদক্ষেপ নেব।

তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, এখানে কোনোরকম মব জাস্টিস, কোনোরকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলো কোনোভাবেই গ্রহণ করা হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণ করা হবে না।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ