22 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন কাল খুলছে, খরচ সাড়ে ২০ লাখ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন কাল খুলছে, খরচ সাড়ে ২০ লাখ


বিএনএ, ঢাকা : মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন শুক্রবার থেকে চালু হচ্ছে এ স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।

মিরপুর-১০ নম্বরের মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে আবদুর রউফ বলেন, এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। এখনো কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা এই কমিটি নিরূপণ করছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, গত ১৯ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪৯ লাখ আর আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

 

Loading


শিরোনাম বিএনএ